এইচএসসি/সমমান পাস শিক্ষার্থীদের সংবর্ধনা-২০১৯

প্রতিবারের মতো এবারো এইচএসসি/সমমান পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে দেশব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি/সমমান পাস শিক্ষার্থী সংবর্ধনা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার।

==============
সংবর্ধনা অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণের সরাসরি উপস্থিতে থাকছে স্পট অ্যাসিসমেন্ট।
==============

সময়সূচী
==============
🗓তারিখ: ৩১ জুলাই ২০১৯
🎪স্থান: পিএসসি কনভেনশন হল, মিরপুর, ঢাকা
যোগাযোগ: 01720557136/128

=======================
নিন্মোক্ত উপায়ে রেজিষ্ট্রেশন করা যাবে
=======================

🌎 Book your Appointment Here
📲 ফোন: 01720557113
📩 এসএমএস: BSBGPAVenue CodeName লিখে যেকোনো মোবাইল থেকে 26969 নাম্বারে SMS পাঠাতে হবে
============
🎯 ভেন্যু কোড
============
Dhaka = DHK

এছাড়াও, খুলনা, রাজশাহী, রংপুর, যশোর, কুষ্টিয়া, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল ও ময়মনসিংহ এই জেলায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

🏅সংবর্ধনা থেকে শিক্ষার্থীরা যা জানতে পারবে-
১। এইচএসসি পাসের পর দেশে-বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য।
২। শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার গঠনের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ।
৩। বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপসহ ভর্তি ও লাইফ স্টাইল সংক্রান্ত তথ্য।
৪। উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশে-বিদেশি উচ্চশিক্ষায় স্টাডি লোন প্রসেস প্রক্রিয়া।
৫। বিদেশে উচ্চশিক্ষার ১০টি সেরা সুবিধা।

🏅সংবর্ধনায় যা পাবে শিক্ষার্থীরা-
১। একটি আকর্ষণীয় মেডেল।
২। একটি সার্টিফিকেট।
৩। শিক্ষা সংক্রান্ত তথ্যবহুল লিফলেট।
৪। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর পক্ষ থেকে ২৫,০০০ হাজার টাকা সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি।
৫। বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলার সুযোগ।

🚩 কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো ধরণের পরিবর্তন, পরিমার্জন করতে পারে। কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।